নাকাশিপাড়া: কুবের নগরে একটি জমি কে কেন্দ্র করে বিবাদ ও মারামারিতে আহত দুজন ঘটনাস্থলে পুলিশ
নাকাশীপাড়া কুবেরন নগরে একটি জমিকে কেন্দ্র করে পুরানো বিবাদ। স্থানীয় সূত্রে জানা যায়  সেই বিবাদে দুটি দলের মধ্যে মারামারি। এই মারামারিতে আহত এক নাবালক সহ দুইজন। এলাকার জনপ্রতিনিধি নিষেধ করতে গেলে তাকেও মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নাকাশীপাড়া থানার পুলিশ। নাকাশীপাড়া থানায় লিখিত অভিযোগ জানাবেন বলে আহতদের পক্ষ থেকে জানানো হয়।