মেমারি ১: মেমারিতে স্বনির্ভর গোষ্ঠীর নমিনেশন ফাইলে বাধা কে কেন্দ্র করে বচসা
মঙ্গলবার বেলা ১২ টা নাগাদ মেমারি ১ ব্লকের অন্তর্গত দুর্গাপুর অঞ্চলের সেল্ফ হেল্প গ্রুপ অর্থাৎ মহিলা স্বনির্ভর গোষ্ঠী জ্যোতি সংঘের কয়েকজন সদস্যা নির্বাচনের নমিনেশন ফাইল জমা করতে যায় বিডিও অফিসে। কিন্ত এলাকার অন্যান্য স্বনির্ভর গোষ্ঠীর সদস্যারা তাঁদের নমিনেশন ফাইল জমা করতে বাধা দিলে বাক বিতন্ডায় জড়িয়ে পরে মহিলারা। হঠাৎ মহিলাদের বচসার মাঝে ঢুকে কয়েকজন পুরুষ তৃণমূল কর্মী তাঁদের উপর চড়াও হয়।