দাসপুর ১: দাসপুরের বাছড়াকুণ্ডু গ্রামে BJP-র কার্যালয় ও কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
দাসপুরের বাছড়াকুণ্ডু গ্রামে ৩২৭ নম্বর বুথে বিজেপির কার্যালয় সাথে বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুরের অভিযোগ। অভিযোগ এর তীর সরাসরি শাসক দল তৃণমূলের দিকে। অভিযোগ শনিবার রাত প্রায় আড়াইটা নাগাদ গ্রামের মাঝে বিজেপি কার্যালয় সাথে বেশ কয়েকজনের বাড়ি ভাঙচুর করা হয়েছে পাশাপাশি বাড়ির মহিলা পুরুষদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। আর এ সব করেছে শাসক দল তৃণমূল।