নাকাশিপাড়া: নাকাশীপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি সহসভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন
নাকাশীপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ের আজ নতুন রূপে নাকাশিপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস এর সভাপতি সহসভাপতি ও সাধারণ সম্পাদক পরিবর্হতন হল। নতুন সভাপতি সন্তোষ ঘোষ তিনি উমাশঙ্কর দের স্থলে আসীন হলেন এবং নাকাশিপাড়া অঞ্চল সহ-সভাপতি নির্বাচিত হলেন বাশির শেখ। তিনি আগে অঞ্চল যুব সভাপতি ছিলেন। নাকাশিপাড়া অঞ্চল সাধারণ সম্পাদক হলেন জয়ন্ত সেন । দলীয় কার্যালয়ে বিধায়ক এবং ব্লক সভাপতির হাত থেকে নিয়োগ পত্র তুলে নিলেন তারা।