কাশীপুর: প্রদীপ প্রজ্জলন করে পলাশকোলা সার্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্বোধন,উপস্থিত প. সমিতির সভাপতি ও TMC-র প্রাক্তন জেলা সভাপতি
প্রদীপ প্রজ্জলন করে আদ্রা পলাশকোলা সার্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্বোধন করা হল।উদ্বোধন করলেন তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া।শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার সময় ফিতা কেটে তিনি উদ্বোধন করেন।উপস্থিত ছিলেন কাশীপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা নাগ।এইদিন কচিকাঁচাদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।