পূর্বস্থলী ২: ধীতপুর ভিডিও হল পাড়ায় দুর্গা ঠাকুরের বিসর্জনের জন্য আনা মোটর ভ্যানের নিচে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু এক বালকের
পূর্বস্থলীতে দুর্গা বিসর্জনের শোভাযাত্রা মিশে গেল শোকের কালো ছায়ায়। শুক্রবার বিকেল সাড়ে তিনটা নাগাদ ধীতপুর ভিডিওহলপাড়ায় মর্মান্তিক ঘটনায় প্রাণ হারাল ৬ বছরের সৌমজিৎ দাস। স্থানীয় সরডাঙ্গার বাসিন্দা, পেশায় সবজি বিক্রেতা গণেশ দাসের ছেলে সৌমজিৎ প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় মামার বাড়ির সামনে উপস্থিত ছিল। অভিযোগ, মোটর ভ্যান ব্যাকগিয়ারে চলার সময় পিছনের চাকায় পিষ্ট হয় সে।