নাকাশিপাড়া: বেথুয়াডহরী উত্তরপাড়া বারোয়ারী পূজা কমিটির 
চতুর্থ বর্ষ জগদ্ধাত্রীর নবমী পূজো সমাপন
বেথুয়াডহরী সরকার লজের পাশে উত্তর পাড়ায় এ বছর অনুষ্ঠিত হল উত্তরপাড়া বারোয়ারী পূজা কমিটির চতুর্থ বর্ষ জগদ্ধাত্রীর নবমী পূজো। এবছর তাদের পুজোর বাজেট ৮০ হাজার টাকা। দুদিন রয়েছে সাংষ্কৃতিক অনুষ্ঠান।