নাকাশিপাড়া: হিটাচি এটিএম জমকালো উদ্বোধন করলেন নাকাশিপাড়া থানার আই সি বেথুয়াডহরীতে
নতুন হিটাচি এটিএম সেন্টারের জমকালো উদ্বোধন হল বেথুয়াডহরি বীরপুর রেলগেট এলাকায়। উদ্বোধন করলেন নাকাশীপাড়া থানার আইসি শ্রী বিশ্বজিৎ ঘোষ এবং সঙ্গে উপস্থিত ছিলেন নাকাশীপাড়া থানার এএসআই নিখিল ঘোষ। এই পরিষেবা কেন্দ্রটি হওয়ায় উপকৃত হবেন বহু মানুষ।