ব্যারাকপুর ২: আইএনটিটিইউসি রেলওয়ে হকার্স ইউনিয়নের পক্ষ থেকে ব্যারাকপুর লোকাল আয়োজিত হলো বিশ্বকর্মা পুজো
গোটা বছরজুড়ে রেলের উপর নির্ভর করে চলেন রেলে হকারী করা লক্ষ লক্ষ মানুষ, সেই সমস্ত রেলের হকারদের পক্ষ থেকে রেলের শুভকামনা এবং রেল যাত্রীদের সুরক্ষা কামনায় আইএনটিটিইউসি পরিচালিত ব্যারাকপুর রেলওয়ে হকার্স ইউনিয়নের পক্ষ থেকে প্রতিবছরই ব্যারাকপুর লোকালে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়, তেমনভাবেই চলতি বছরে ও সকাল ১১ টার ব্যারাকপুর লোকাল ব্যারাকপুর রেল স্টেশনে এসে পৌঁছানোর সাথে সাথে ট্রেন কে সাজিয়ে করা হলো বিশ্বকর্মা পুজো, পুরোহিতের মন্ত্র উচ্চারণের মাধ্যমে।