নাকাশিপাড়া: উত্তর নদীয়া জেলা নিখিল ভারত বাঙ্গালী সমন্নয় সমিতির প্রধানমন্ত্রীর 75তম শুভ জন্মদিবস পালন
নিখিল ভারত বাঙ্গালী সমন্নয় সমিতির উদ্যোগে নাকাশিপাড়া বেথুয়াডহরী ক্ষিদিরপুর দূর্গাপুর মোড়ে । যশোশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫ তম শুভ জন্মদিন পালন করা হলো এবং ভারতীয় নাগরিকত্ব সচেতনতার মিটিং করা হলো। উক্ত সভায় উপস্থিত ছিলেন উদ্বাস্তু নেতৃত্ব সভাপতি অনুপ কুমার মন্ডল, কৃষ্ণনগরের রাজ পরিবারের সদস্যা রানী মা অমৃতা রায় মহাশয়া, চাপড়া বিধান সভার প্রকাশ অধিকারী, ধুবুলিয়ার প্রদীপ ঘোষ, যুব নেতৃত্ব সুবক্তা বিশ্বজিৎ সরকার, রাজ্যে নেতৃত্ব।