হাঁসন দুই মন্ডলের নলহাটি দুই নম্বর ব্লকের তিলোড়া গ্রামে অনুষ্ঠিত হয় ভারতীয় জনতা পার্টির পরিবর্তন সংকল্প পথসভা। পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল সরকারের সীমাহীন চুরি, দুর্নীতি,খুন, ধর্ষণ,নারী নির্যাতন এবং SIR নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে ২০২৬শে বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকারকে বিসর্জন দিতে এই সভা। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মলয় অধিকারী, জেলা কমিটির দুই সদস্য ঝলক মন্ডল, হীরালাল দাস, মন্ডল সভাপতি গোবিন্দ মাহান্ত, ধনঞ্জয় মাল সহ আরো অনান্য নেতৃত্বরা।