মন্তেশ্বর: মন্তেশ্বরে চোলাই মদ সহ গ্রেপ্তার ২
চোলাইয়ের বিরুদ্ধে মন্তেশ্বর থানার পুলিশ অভিযান চালিয়ে ৪০লিটার চোলাই মদ সহ দুইজন চোলাই মদ কারবারিকে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত মদ কারবারি সঞ্জিত বাগ ও ধানু সিং মন্তেশ্বর থানার পুটশুড়ি অঞ্চলের বিঘা গ্রামের বাসিন্দা। পুলিশ জানায় রবিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে মন্তেশ্বর কলেজ মোড় এলাকায় হানা দিয়ে চোলাই বিক্রির সময় চোলাই মদ সহ ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ।