পূর্বস্থলী ২: ছাতনিতে গর্ভস্থ সন্তানের মৃত্যু সহ্য করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়ে বিষ খেয়ে আত্মঘাতী তরুণী মা
গর্ভবতী অবস্থায় আচমকাই গর্ভস্থ সন্তানের মৃত্যু, আর যার জেরে মানসিকভাবে ভেঙে পড়ে বিষ খেয়ে আত্মঘাতী এক গৃহবধূ। জানা গিয়েছে মৃত ওই গৃহবধূর নাম হাসিনা খাতুন (২৩) তার বাড়ি পূর্বস্থলী দু'নম্বর ব্লকের ছাতনি এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে গর্ভজাত সন্তানের মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছিল সে। অন্যদিকে তার হৃদরোগের সমস্যাও ছিল। এই দুই এর জেরে গতকাল দুপুরে তিনি বাড়িতে বিষ খেয়ে নেন। তড়িঘড়ি তাকে পূর্বস্থলী হসপিটালে ভর্তি করা হয় সন্ধ্যায় তার মৃত্যু হয়।