মেমারি ১: দুর্গাপুর গণধর্ষণ কান্ড : বিজেপি -র পক্ষ থেকে মেমারি থানার সামনে অবস্থান বিক্ষোভ
দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয়বর্ষের এক ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ঘটনার প্রতিবাদে সোমবার বিকাল ৫ টা নাগাদ পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার সামনে বিক্ষোভ ও থানা ঘেরাও কর্মসূচি পালন করল বিজেপি। এদিন মেমারি থানার গেটের সামনে বসে ধর্নায় সামিল হন মেমারি শহর ও পার্শ্ববর্তী এলাকার বিজেপি নেতৃত্ব ও কর্মীরা।