হুড়া: দলকে মজবুত করার লক্ষ্যে বিজেপির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় লায়েকডি দলীয় কার্যালয়ে,উপস্থিত MLA সহ অন্যান্য নেতৃত্ব
Hura, Purulia | Nov 3, 2025 |বিজেপির সাংগঠনিক বৈঠক হুড়ায়। দলকে মজবুত করার লক্ষ্যে বিজেপির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় হুড়ার লায়েকডি দলীয় কার্যালয়ে। মঙ্গলবার সন্ধ্যা 6 ঘটিকায় কাশিপুর বিধানসভার লায়েকটি দলীয় কার্যালয়ে মন্ডলের সমস্ত কার্যকর্তাদের নিয়ে হয় বৈঠক। উপস্থিত ছিলেন বিজেপির কাশিপুর বিধানসভার ইনচার্জ শঙ্কর চৌধুরী,[বিধায়ক কমলা কান্ত হাঁসদা সহ অন্যান্য নেতৃত্ব। আজকের প্রতিবেদনে সেই চিত্রই তুলে ধরা হল।***দ'