মেমারি ১: নি:শঙ্ক মোড়ে বাস ট্রেকারে সংঘর্ষ: মৃত ১
সোমবার বিকালে মেমারি পাহাড়হাটি রোডে নি:শঙ্ক মোড়ে বাস ট্রেকারে মুখোমুখি ধাক্কায় ১৫ জন আহত হয়েছিলো। তাঁদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে বর্ধমান হাসপাতালে রেফার করা হয়েছিল। গত কাল রাতে আহতদের মধ্যে একজন ব্যক্তির মৃত্যু হয়। মৃতের নাম বাপি মাঝি। বয়স আনুমানিক ৪৮ বছর। বাড়ি কাটোয়া থানার অন্তর্গত বিজয়নগরে। পরিবার সূত্রে জানা যায় মৃত ব্যক্তি বাড়ি থেকে নৈহাটি যাবে বলে মেমারি স্টেশন যাচ্ছিলো ওই ট্রেকারে করে।