মন্তেশ্বর: আসানপুরে নাইট টুর্নামেন্ট
রবিবার রাত থেকে মন্তেশ্বর ব্লকের অধীনে আসনপুর অবনী স্মৃতি সংঘের উদ্যোগে সারা রাত ব্যাপি একদিনের নাইট ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করা হয়। ১৬ টি টিম অংশগ্রহণ করে বলে উদ্যোগতাদের পক্ষ থেকে জানানো হয়। সোমবার ভোরে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় বিজুর বনাম কলসা। বিজুর জয়ী হয় এই নাইট টুর্নামেন্ট এ। প্রয়াত সমীর দাঁ ও অমিয় দাঁ স্মৃতি ট্রফি তুলে দেওয়া হয়।