কাশীপুর: দীপাবলির আগে স্বচ্ছতা অভিযানে নামছে রেল,ইতিমধ্যে আদ্রা ডিভিশনের হাজারটি স্থান চিহ্নিত করা হয়েছে জানালেন আদ্রা DRM
দীপাবলির আগে স্বচ্ছতা অভিযানে নামছে রেল। ইতিমধ্যে আদ্রা ডিভিশনের হাজারটি স্থান চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত স্থানগুলিতে অনুষ্ঠিত হবে বিশেষ সাফাই অভিযান। সোমবার বিকাল ৫টা নাগাদ দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ডি আর এম মুকেশ গুপ্তা সাংবাদিক সম্মেলন করে জানান এ'কথা। এই কর্মসূচিকে সামনে রেখে, রেলের বিভিন্ন অফিসে পড়ে থাকা ফাইল, রেলযাত্রীদেরঅভিযোগ ও প্রস্তাব, জোরকদমে খতিয়ে দেখা হচ্ছে- বলে জানান তিনি।আজকের প্রতিবেদনে সেই চিত্রই তুলে ধরা হল।