মেমারি ১: যুব দিবসে স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি উন্মোচন পাহাড়হাটিতে
সোমবার সকালে পাহাড়হাটি গোলাপমনি উচ্চ বিদ্যালয় স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি উন্মোচন করা হলো যুব দিবসে। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার অধীনে মেমারি দু'নম্বর ব্লকের অন্তর্গত পাহাড়হাটি গোলাম মনি উচ্চ বিদ্যালয় মূর্তি উন্মোচন করলেন নিঃশঙ্কআশ্রমের মহারাজ মেধা চৈতন্য মহারাজ ও মেমারি দু'নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমজিৎ বসু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।