বিষ্ণুপুর: ১০২৯ বছরের প্রাচীন রীতি মেনে শুরু হলো বিষ্ণুপুর মল্ল রাজবাড়ির কূলদেবী মৃন্ময়ীর পুজো
১০২৯ বছরের প্রাচীন রীতি মেনে শুরু হলো বিষ্ণুপুর মল্ল রাজবাড়ির কূলদেবী মৃন্ময়ীর পুজো। কৃষ্ণা নবমীতে মহাস্নানের পর রাজ পুরোহিতরা বাদ্যযন্ত্র সহযোগে দেবীর পট মন্দিরে নিয়ে আসেন। নিয়মমাফিক তোপধ্বনির মধ্যেই বড় ঠাকুরানী প্রবেশ করেন মন্দিরে। প্রাচীন বলীনারায়নী পুঁথি অনুসারে আলাদা নিয়মে হয় এই পুজো,নবমীতে মহাকালী, চতুর্থীতে মহাসরস্বতী ও ষষ্ঠীতে মহালক্ষ্মীর আগমন হয়। অতীতে শাক্ত মতে নরবলি হলেও পরে তা বন্ধ হয়, বদলে হয় তোপধ্বনী।