ফের নাবালিকা অপহরণের অভিযোগ হুড়া থানায়। ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়। গতকাল রবিবার, সকাল ১১টা নাগাদ ঐ নাবালিকা বাড়ি থেকে বার হয়। তারপর থেকে ঐ নাবালিকার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, বলে অভিযোগ নাবালিকার পরিবারের। কেউ বা কারা ঐ নাবালিকাকে অপহরণ করে, অজ্ঞাত স্থানে আটকে রেখেছে, বলে সোমবার বিকাল ৫ টা নাগাদ হুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা। অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে হুড়া থানার সূত্রে খবর।