ভরতপুরে ব্লক সভাপতিদের বিরুদ্ধে তোপ দাগলেন তৃনমূলের সাসপেন্ড বিধায়ক হুমায়ুন কবির। যদিও তৃণমূল কংগ্রেস ও হুমায়ুন কবিকে কে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।প্রসঙ্গত, দলবিরোধী কাজের অভিযোগে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে সাসপেন্ড করার পর বুধবার তাঁর খাসতালুকে বড়সড় সাংগঠনিক রদবদল করা হয়। ভরতপুর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়েছে নজরুল ইসলাম ওরফে টারজেন ও দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমানকে।