আজ অর্থাৎ সোমবার বিকাল ৩ টে নাগাদ ভাঙ্গড় ১ নম্বর ব্লকের অন্তর্গত বোদরা অঞ্চলের উন্নয়নের_সংলাপ কর্মসূচির মধ্য দিয়ে নাওরা ৬৯ নং বুথের মসজিদ প্রাঙ্গণে স্ট্রিট কর্নার অনুষ্ঠিত হল । উপস্থিত ছিলেন ভাঙ্গড় ১ ব্লকের সভাপতি শাহাজান মোল্লা, বোদরা অঞ্চলের অঞ্চল সভাপতি সাদিকুল দপ্তরী সহ সর্বস্তরের নেতৃত্ব বৃন্দ। পথ যাত্রার মধ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি চলে জনসংযোগ কর্মসূচি ।