হেমতাবাদের ঠাকুরবাড়ি ঘাট থেকে কাচন মোড় পর্যন্ত মাটির রাস্তা পাকা করার কাজের উদ্বোধন। উপস্থিত জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, মন্ত্রী সত্যজিৎ বর্মণ, মন্ত্রী গোলাম রব্বানী, কানাইয়ালাল আগারওয়াল, জেলা পরিষদের সদস্যা মকলেসা খাতুন, হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত সহ স্থানীয় জন প্রতিনিধি ও ব্লক প্রশাসনের আধিকারিক রা। ৮ কিমি রাস্তা পাকা করতে বরাদ্দ হয়েছে ৪ কোটি ১৮ লক্ষ টাকা। এর আগে এই মাটির রাস্তা পাকা করার দাবিতে আন্দোলন হয়েছিল।