উদয়পুর: উদয়পুর ফ্লাওয়ার্স ক্লাবের উদ্যোগে দুর্গা প্রতিমা নিরঞ্জনের আগে দুটি হাতি নিয়ে শহর উদয়পুরে করা হলো শোভাযাত্রার আয়োজন
উদয়পুর ফ্লাওয়ার্স ক্লাবের উদ্যোগে দুর্গা প্রতিমা নিরঞ্জন এর আগে শহর উদয়পুরে দুটি হাতিকে সামনে রেখে একে শোভা যাত্রার আয়োজন করা হয় হাতি দুটিকে সামনে রেখে গোটা উদয়পুর শহরে এই শোভাযাত্রাটি পরিক্রমা করে পরবর্তী সময়ে গোমতী নদীতে প্রতিমা নিরঞ্জন করেন ক্লাব কর্তৃপক্ষ।