নাকাশিপাড়া: সোনাতলায়  বান্ধবীর  জন্মদিনে গিয়ে ফিরতে রাত হয় ২ নাবালিকার, তিনজন  তাদের পথ আটকায় উদ্ধার পুলিশের জানালেন মায়েরা
ঘটনাটি নাকাশীপাড়া সোনাতলায় বান্ধবী বাড়িতে জন্মদিনে গিয়েছিলেন  নাকাশিপাড়া এলাকার ২ নাবালিকা। জন্মদিনের অনুষ্ঠান ছেড়ে ফিরতে একটু রাত হয়েছিল। পথে তিনজন যুবক তাদেরকে পথ আটকে দেয়। একজন ছুটে গিয়ে   ট্রাফিক পুলিশের কাছে যায়। এরপর ওই দুই নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসেন নাকাশিপাড়া থানার পুলিশ। তারপর তাদের মায়েদের হাতে তুলে দেন নাকাশীপাড়া পুলিশ। পুলিশের সহায়তায় ওই নাবালিকা দুজন রক্ষা পেয়ে যায়। কি বললেন ওই দুই নাবালিকার মা তাদের মুখ থেকে শুনুন।