গোপীবল্লভপুর ২: ডাক সংক্রান্তি উপলক্ষে আশকোলা গ্রামে ১০০ বছরের প্রাচীণ মনসা পুজো উপলক্ষে সাপের ঝাঁপান উৎসব দেখতে উপচে পড়ল মানুষজনের ভীড়
রীতি মেনে আশ্বিন সংক্রান্তির দিন গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের আশকলা গ্রামে শুরু হল শতবর্ষ প্রাচীন মনসা বুড়ির পুজা। শনিবার বিকালে শোভাযাত্রা সহকারে ঘট উত্তোলনের পাশাপাশি হল সাপের ঝাঁপান উৎসব। সাপের ঝাঁপান দেখতে ভিড় জমালেন প্রায় কয়েক হাজার মানুষ। উল্লেখ্য আশকলা গ্রামের ওই মনসা বুড়ির পুজা প্রায় একশো বছরের প্রাচীন। প্রতি বছর আশ্বিন সংক্রান্তির দিন বিশেষ পুজার আয়োজন করা হয়। শোভাযাত্রা সহকারে ঘট উত্তোলন করা হয়। রীতি মেনে দুটি ঘট উত্তোলন করা হয়।