কমলপুর: মরাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নির্মীয়মান নতুন ভবনের ছাদ ঢালাইয়ের কাজ সরেজমিনে পরিদর্শন করলেন বিধায়িকা
সুরমা বিধানসভা কেন্দ্রের মরাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নির্মীয়মান নতুন ভবনের ছাদ ঢালাইয়ের কাজ সরেজমিনে পরিদর্শন করলেন বিধায়িকা স্বপ্না দাস পাল। স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের লক্ষ্যে এই নতুন ভবনটি নির্মাণ করা হচ্ছে। পরিদর্শনকালে বিধায়িকা নির্মাণ কাজের গুণগত মান এবং অগ্রগতি খতিয়ে দেখেন। তিনি নির্মাণ সংস্থার কর্মীদের সঙ্গে কথা বলেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন।