হুড়া: মহিলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠক হুড়ায়,উপস্থিত ব্লক সভানেত্রী
Hura, Purulia | Oct 13, 2025 মহিলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠক হুড়ায়।সোমবার বিকাল সাড়ে পাঁচটার সময় হুড়া ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মাগুড়িয়া কমিউনিটি হলে আয়োজিত হয় সাংগঠনিক বৈঠক।আগামী ১৫ তারিখ দলের পক্ষ থেকে লালপুর দলীয় কার্যালয়ে আয়োজিত হবে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান সেই নিয়েও হয় বিশেষ আলোচনা। বৈঠকে উপস্থিত ছিলেন হুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুরোজমনি মান্ডি, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ মাহাত সহ অন্যান্যরা।আজকের প্রতিবেদনে সেই চিত্রই তুলে ধরা হল।