কমলপুর: কমলপুর টাউন হলে ধলাই জেলা ভিত্তিক মনসা মঙ্গল কাব্য পাঠ প্রতিযোগিতার আসর অনুষ্ঠিত হয়
আজ ধলাই জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে কমলপুর টাউন হলে ধলাই জেলা ভিত্তিক মনসা মঙ্গল কাব্য পাঠ প্রতিযোগিতার আসর অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব তথা আজকের প্রতিযোগিতার বিচারক অপর্ণা চক্রবর্তী, এছাড়া উপস্থিত ছিলেন জেলার বরিষ্ঠ তথ্য আধিকারিক ফকর উদ্দীন, কমলপুর কালচারাল সেল 'র আহ্বায়ক অনিতা চক্রবর্তী, কমলপুর তথ্য আধিকারিক অমৃত লাল দাস। ধলাই জেলা থেকে মোট ছয়টি দল অংশগ্রহণ করে। এরমধ্যে প্রথম হয় গন্ডাছড়ার রাইমা সাইমা,