ভগবানপুর ১: গরীব খেটে খাওয়া শ্রমজীবী বামপন্থী মানুষ শুভেন্দুর ডাকে আর সাড়া দেবে না,আজ ভগবানপুরে বলেনAIARWUর জেলা সম্পাদক হিমাংশু দাস
সারা ভারত খেত মজুর ও গ্রামীণ শ্রমিক ইউনিয়নের জেলা সম্পাদক হিমাংশু দাস আজ এক সাক্ষাৎকারে বলেন ২০০৭ সালের পর থেকে খেজুরী- নন্দীগ্রামে যেভাবে সিপিআইএমের নেতৃত্ব, কর্মী, সমর্থকদের উপর চরম অত্যাচার, খুন ,ধর্ষণ, ও মিথ্যা মামলায় আসামি করার মূল নায়ক শুভেন্দু অধিকারী যে চরম সর্বনাশ করেছিলেন।২০২১ শের বিধানসভা পূর্বে শুভেন্দু BJPতে যোগদিয়ে বলে ছিলেন রাজ্যে তৃণমূলকে হারাতে পারে এক মাত্র BJP। সাধারণ খেটে খাওয়া গরিব বামপন্থী মানুষ সেদিন শুভেন্দু পাতা ফাঁদে পা দিয়েছিল।