উদয়পুর: পাঁচ দিন ধরে বিদ্যুৎ না থাকায় অমরপুর - নতুন বাজার সড়ক অবরোধে বসলো স্থানীয় এলাকাবাসীরা #jansamasya
Udaipur, Gomati | May 28, 2025 বুধবার বিকেলে অমরপুর - নতুন বাজার সড়কের মিয়া বাজার সংলগ্ন এলাকায় স্থানীয় এলাকাবাসীরা সড়ক অবরোধে বসে, এলাকাবাসীরা জানান পাঁচ দিন ধরে বিদ্যুৎ নেই নেতাজি কলোনী এলাকায়, তাই আজ এলাকাবাসীরা ক্ষুব্ধ হইয়ে অমরপুর - নতুন বাজার সড়ক অবরোধে বসে, অবরুদ্ধ চলে দীর্ঘ এক ঘন্টা যাবত এই অবরোধকে কেন্দ্র করে রাস্তার দুপাশে প্রচুর যানজটের সৃষ্টি হয়