ত্রিদিবসীয় প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির কর্মশালা পানিসাগরে অনুষ্ঠিত। উত্তর ত্রিপুরার পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্র-এ ২৭ থেকে ২৯ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত BRC উদ্যোক্তাদের জন্য ত্রিদিবসীয় Training and Capacity Building Programme অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিটি আয়োজন করে ভারত সরকার, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক, Regional Centre for Organic and Natural Farming (RCONF), ইম্ফল, সমন্বয়ে উত্তর ত্রিপুরা জেলা কৃষি দপ্তর ও কৃষি বিজ্ঞান কেন্দ্র, পানিসাগর। কর্মসূচিটির