সাঁতুড়ি: প্রেমের সম্পর্ক পরিবার না মানায় অভিমানে যুগলের আত্মহত্যা পুরুলিয়ার সাঁতুড়িতে, চাঞ্চল্য
প্রেমের সম্পর্ক পরিবার না মানায় অভিমানে যুগলের আত্মহত্যা পুরুলিয়ার সাঁতুড়িতে। প্রেমিকাকে নিয়ে পালিয়ে এসেছিল প্রেমিক। কিন্তু প্রেমিকের পরিবার সেই সম্পর্ক মানেনি। অভিমানে গলায় একই দড়ি জড়িয়ে আত্মঘাতী হল যুগল। সাঁতুড়ি থানা এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।