পুরশুড়া: স্বামীর শারীরিক মানসিক অত্যাচারের কারণে থানায় অভিযোগ তারই জেরে গ্রেপ্তার স্বামী স্ত্রীকে জবান বন্দির জন্য আদালতে পেশ
আজ ১৫ই এপ্রিল সোমবার সকাল ১২টা নাগাদ পুরশুড়া গ্রামীণ হাসপাতালে এক মহিলা কে মেডিকেল করাতে নিয়ে আসে পুরশুড়া থানার পুলিশ। থানা সূত্রের খবর ১১ বছর আগে পুরশুড়ার ভুঁয়েরা গ্রামের এক মহিলার বিবাহ হয় বর্ধমানের গোতান গ্রামে। ভুঁয়েরা গ্রামের মেয়ের অভিযোগ তার বিবাহের পর থেকেই তার স্বামী বিবেক দে তার উপর শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার করছে। সেই কারণে বিগত ১ বছর আগে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি চলে আসে ভুঁয়েরা গ্রামের ঐ মহিলা বনলতা দে (মহিলার নাম টি ছদ্দ নাম ব্যবহার করা