কাশীপুর: আমার দেশ আমার ভোট স্লোগান নিয়ে বাংলার ভোট রক্ষা শিবির সিমলা গ্রামে
আমার দেশ আমার ভোট স্লোগান নিয়ে বাংলার ভোট রক্ষা শিবির কাশীপুরে।বুধবার কাশীপুর থানার সিমলা গ্রামে বাংলার ভোট রক্ষা শিবির করে কাশীপুর ব্লক তৃণমূল কংগ্রেস।এইদিন সকাল সাড়ে ১০ টা থেকেম/সাড়ে পাঁচটা পর্যন্ত শিবির চলে।এইদিন বিকাল পাঁচটার সময় শিবির পরিদর্শন করেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া,অঞ্চল সভাপতি । তিনি বলেন প্রত্যেকের ভোটাধিকার রক্ষা করা আমাদের দায়িত্ব।আজকের প্রতিবেদনে সেই চিত্রই তুলে ধরা হল