ব্যারাকপুর ২: টিটাগড় রেলওয়ে স্টুডেন্ট স্পোর্টিং ক্লাব ও জন বিকাশ মিশন একাডেমি পক্ষ থেকে টিটাগড়ে আয়োজিত হলো অঙ্কন প্রতিযোগিতা
বর্তমান সময়ে যখন শিশুরা পড়াশোনা ইঁদুর দৌড়ে এবং মুঠোফোনের হাতছানিতে বন্দী সেই সময়ে শিশু মনের বিকাশ ঘটাতে টিটাগড় রেলওয়ে স্টুডেন্ট স্পোর্টিং ক্লাব ও জন বিকাশ মিশন একাডেমি পক্ষ থেকে শ্যামা পূজা উপলক্ষে আয়োজিত হলো অঙ্কন প্রতিযোগিতা টিটাগড়ে। এই দিনের প্রতিযোগিতায় ৩৫০ প্রতিযোগী অংশগ্রহণ করে বিভিন্ন বিভাগে ।