নাকাশিপাড়া: যুগপূরে বিজেপির নরেন্দ্র কাপ সমিতি আয়োজিত দিবারাত্র ব্যাপী ফুটবল টুর্নামেন্টের সমাপ্ত হল পুরষ্কার বিতরণীর মধ্যে
গত ১১ সেপ্টেম্বর থেকে ""নরেন্দ্র কাপ আয়োজক সমিতির "পরিচালনায় বিজেপি নদিয়া উত্তর সাংগঠনিক জেলা সহযোগিতায় যে বিরাট ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হয়েছে তারই শুভ সূচনা শুরু হয়েছে। নাকাশীপাড়া যুগপুর আদর্শ পল্লী মঙ্গল সংঘ ময়দানে এই খেলা ফাইনাল খেলা নাকাশিপাড়া মন্ডল ওয়ান ও চাপড়া মন্ডল 2 এর মধ্যে হয়েছিল । চাপড়া মন্ডল 2 চ্যাম্পিয়ন হয়। নাকাশীপাড়া মন্ডল ১ রানার্স হয়। চ্যাম্পিয়নদের নগদ 50000 এবং রানার দল ২৫ হাজার টাকা সঙ্গে আকর্ষণীয় ট্রফি দেওয়া হয়।