নাকাশিপাড়া: ধর্মদা যুব সংঘের পুজো এবং দশমী পূজো সিঁদুর খেলা দিয়ে শেষ হলো
আজ বিজয়া দশমী সে উপলক্ষেদশমী পূজার শেষে সিঁদুর খেলায় মাতলেনএলাকার মা-বোনেরা । সেরা পুজোর সম্মান পেয়েছেন নিউজ এইট্টিন বাংলা এবং জী ২৪ ঘন্টার থেকে। আজ তাদের প্রতিমা নিরঞ্জন হবে না বলে জানা যায়।