কাশীপুর: নিষ্ঠা, ভক্তি ও রাজকীয় আড়ম্বরের সঙ্গে ৫০০ বছর ধরে হয়ে আসছে মনিহারা মুখার্জী পরিবারের দুর্গাপূজা
পুরুলিয়া জেলার মনিহারা গ্রামের মুখার্জী পরিবারের দুর্গাপুজো। এটি শুধুমাত্র একটি পারিবারিক পুজো নয়, এই পুজো এক গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের বহনকারী। প্রায় পাঁচ শতাব্দী আগে কাশীপুর পঞ্চকোট রাজবংশের তৎকালীন রাজা নীলমণি সিং দেওয়ের পৃষ্ঠপোষকতায় সূচনা হয় এই পুজোর। সেই শুরু থেকেই মুখার্জী পরিবার নিষ্ঠা, ভক্তি ও রাজকীয় আড়ম্বরের সঙ্গে এই পুজো পালন করে আসছেন। প্রাচীন আমলের যে রীতি ও বিধান মেনে পুজোর সূচনা হয়েছিল, আজও মুখার্জী পরিবার সেইসব রীতি সযত্নে অনুসরণ কর