গোপীবল্লভপুর ২: তপশিয়া কন্যাশ্রী মঞ্চে আয়োজিত ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে BJPও CPIM ছেড়ে যোগদান করলেন ৭৫টি পরিবার
বাংলার কৃষ্টি ও সংস্কৃতিকে পাথেয় করে গোপীবল্লভপুর-২ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করা হল "বিজয়া সম্মিলনী"। সোমবার তপশিয়া কন্যাশ্রী মঞ্চে হয় এই বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান ৷ উপস্থিত ছিলেন, জেলা তৃণমূলের সভাপতি /বিধায়ক -দুলাল মুর্মু , জেলা চেয়ারপারসন -বীরবাহা সরেন টুডু, ব্লক তৃণমূলের সভাপতি - টিঙ্কু পাল,লোকেশ কর, জেলা পরিষদের মেন্টর - স্বপন পাত্র প্রমুখ। তৃণমূলের দাবি এদিনের কর্মসূচিতে বিজেপি ও সি পি আই এম থেকে 75 টি পরিবারের প্রায় 300 জন