মেখলিগঞ্জ: চ্যাংড়াবান্ধায় শুভেন্দু পৌঁছানোর আগেই উত্তেজনা, বাকবিতণ্ডায় জড়ায় পুলিশ ও বিজেপি নেতৃত্বরা
অস্থায়ী সভামঞ্চ তৈরি করা হয়েছে ট্রাকের উপর। সেই ট্রাক সরিয়ে ফেলার কথা বলেন মেখলিগঞ্জ থানার ওসি মহম্মদ শাহবাজ। এনিয়ে শনিবার দুপুরে বিজেপি নেতা দধিরাম রায়ের সঙ্গে বাকবিতন্ডায় জড়ায়। দুইজনের মধ্যে তুমুল তর্কবিতর্ক হয়। বিজেপির দাবি প্রথমে অনুমতি না দিয়ে শুভেন্দু অধিকারীর কর্মসূচি বানচাল করতে চেয়েছিল। হাইকোর্টের অনুমতি পাওয়ার আবার নতুন করে মেখলিগঞ্জ থানার ওসি মহম্মদ শাহবাজ ঝামেলা পাকানোর চেষ্টা করছে।