নাকাশিপাড়া: নতুন গোটপাড়ার একটি পুরনো চেম্বার থেকে উদ্ধার বিশালাকৃতি গো সাপ
নাকাশিপাড়া নতুন গোটপাড়ার বাসিন্দা অজয় সিংহ রায়ের বাড়িতে আজ একটি পুরনো চেম্বারের গর্তের মধ্যে পড়েছিল বিশাল আকৃতির গো সাপ। সেটি উদ্ধার করা যাচ্ছিল না। এরপর খবর দেওয়া হয় বেথুয়াডহরি বনদপ্তরের। বনদপ্তরের রেসকিউয়ার দীপঙ্কর চক্রবর্তী তৎক্ষণাৎ সেখানে পৌঁছে গিয়ে ঝুড়ি ও বাঁশ প্রভৃতি দিয়ে উদ্ধার করে নিয়ে আসেন ।