গোপীবল্লভপুর ২: ঝাড়গ্রামে কন্যা সন্তানকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা — সচেতনতার পাঠ দিতে উদ্যোগী ঝাড়গ্রাম জেলা প্রশাসন
কন্যা সন্তান হওয়ায় মাত্র কয়েক দিনের এক নবজাতককে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করেছিল ঠাকুমা। লিঙ্গ বৈষম্যের এমন নির্মম ঘটনা ফের নাড়িয়ে দিল ঝাড়গ্রাম জেলার মানবিক চেতনা। সমাজে এখনও কন্যা সন্তান নিয়ে মানসিকতার পশ্চাৎপদতা যে কতটা গভীরে প্রোথিত, এই ঘটনাই যেন তার জ্বলন্ত প্রমাণ। সেই কারণেই গোপীবল্লভপুর দুই ব্লকের ওই গ্রামটিকেই প্রশাসন বেছে নিয়েছে সচেতনতার পাঠদানের কেন্দ্র হিসেবে।