গত 2 দিন আগেই সিমলাপাল ব্লকে টোটো ওয়ার্কার্স পক্ষ থেকে ৭২ ঘণ্টা ধর্মঘট ডাক দিয়েছিলেন। তার জন্য সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। সেই বিষয়ে তালডাংরা তৃণমূল বিধায়ক ফাল্গুনী সিংহ বাবু নিজে টোটো চালকদের সাথে রেজিস্ট্রেশন সম্পর্কিত বিষয়ে আলোচনা করেন। এবং তিনি জানান আগামী শুক্র বার থেকে টোটো চলাচলে সাভাবিক থাকবে।