কাশীপুর: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলকে মজবুত করার লক্ষ্যে বিজেপির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় কাশীপুর ও পাহাড়পুর বুথে
বিজেপির সাংগঠনিক বৈঠক কাশীপুরে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলকে মজবুত করার লক্ষ্যে বিজেপির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় কাশীপুর ব্লকের কাশিপুর মন্ডল 3 এর রাঙ্গুনিগোড়া 49 ও পাহাড়পুর 84 নাম্বার বুথে।সোমবার রাত্রী সাড়ে নয়টার সময় কাশিপুর মন্ডল ৩ এর সমস্ত কার্যকর্তাদের নিয়ে হয় বৈঠক। উপস্থিত ছিলেন কাশীপুর ৩ মন্ডলের সমস্ত কার্যকর্তারা।আজকের প্রতিবেদনে সেই চিত্রই তুলে ধরা হল।