বংশীহারী: বংশীহারীতে চারচাকা গাড়ির ধাক্কায় আহত চার টোটো যাত্রী, আহতদের চিকিৎসা চলছে বংশীহারী রশিদপুর হাসপাতালে
বংশীহারীতে চারচাকা গাড়ির ধাক্কায় আহত চার টোটো যাত্রী, আহতদের চিকিৎসা চলছে বংশীহারী রশিদপুর হাসপাতালে। শুক্রবার রাতি ৮টা নাগাদ বংশীহারী থানার টাঙ্গন নদী থেকে প্রতিমা বিসর্জন দেখে বাড়ি ফিরছিলেন। সেই সময় রশিদপুর এলাকায় চার চাকা গাড়িটি টোটো টিকে ধাক্কা মারে।। আর এই ঘটনায় টোটো তে থাকা চার যাত্রী আহত হয়। আহতদের রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে জানা গেছে চার চাকা গাড়িটিকে আটক করা হয়েছে ।গাড়ির চালক মদ্যপ অবস্থায়