কমলপুর: ৫৮ তম ইঞ্জিনিয়ার দিবসে আজ কমলপুরে বিভিন্ন দপ্তরে কর্মরত ইঞ্জিনিয়াররা যথাযোগ্য মর্যাদায় পালন করলো
ভারতরত্ন ডাক্তার এম বিশ্বেস্বরাইয়ার ১৬৪ তম জন্মদিবসে তথা ৫৮ তম ইঞ্জিনিয়ার দিবসে আজ কমলপুরে বিভিন্ন দপ্তরে কর্মরত ইঞ্জিনিয়াররা যথাযোগ্য মর্যাদায় পালন করলো। আজ সকাল আটটা থেকে কমলপুর পূর্ত ডিভিশন কার্যালয়ের সামনে ডক্টর বিশ্বেস্বরাইয়ার প্রতিকৃতিতে মাল্যদান করেন প্রধান অথিতি কমলপুরের এস ডি এম জি এস নায়েক, বিশেষ অথিতি এস ডি পি ও সমুদ্র দেব্বর্মা, পূর্ত কমলপুর ডিভিশনের নির্বাহী বাস্তুকার এস দেব সরকার, ডি ডবলিউ এস কমলপুর ডিভিশনের নির্বাহী বাস্তুকার কৌশিক দাস।