নাকাশিপাড়া: ব্রজপুর ভারত সেবাশ্রম সঙ্ঘের পাশে ভুবন ঘোষের বাড়িতে চুড়ি তদন্তে পুলিশ
ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়া ব্রজপুর ভারত সেবাশ্রম সঙ্ঘের পাশে। ভুবন ঘোষের বাড়িতে চুড়ি হয়। ভুবন ঘোষের পরিবার ভাইফোঁটা উপলক্ষে গিয়েছিলেন বেড়াতে।  তারা বাড়িতে ছিলেন না আজ  বাড়িতে ভুবন ঘোষের মা  বাড়ি ফিরেছিলেন । টিনের ছাদ দিয়ে দুষ্কৃতীরা ঘরের ভেতরে ঢুকে এবং টাকা পয়সা পালিয়ে চলে যায় জানলা ভেঙে। এরপর ভুবন ঘোষ ফিরে এলে তারা বিষয়টি দেখেন। এরপর নাকাশীপাড়া থানার পুলিশের খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায় তদন্তের জন্য।  বাড়িতে কেউ ছিল না সেই সুযোগে চোর চুরি করে