হাড়োয়া: বর্ণাঢ্য শোভাযাত্রা সহ উদ্ধোধন হল হাড়োয়া লালন ও সুন্দরবন লোকসংস্কৃতি মেলা, উপস্থিত ছিলেন অভিনেতা বনি, পূর্ণেন্দু বসু
বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সোমবার থেকে শুরু হল হাড়োয়া লালন ও সুন্দরবন লোকসংস্কৃতি মেলা। মেলা চলবে ১৫ ই জানুয়ারি পর্যন্ত। শোভাযাত্রায় আদিবাসী নৃত্য,ছৌনাচ,রংপা সহ বিভিন্ন ট্যাবলো উপস্থিত সকলের মন কেড়ে নেয়। সন্ধ্যা সাতটা নাগাদ হাড়োয়া ব্লকের বাসাবাটি এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষক নেতা পূর্ণেন্দু বসু, অভিনেতা বনি, শ্রমিক নেতা কৌশিক বসু,সফিক আহমেদ, আব্দুল খালেক মোল্লা, রেখা মাহালী, তরিকুল আলম, মমতাজ খাতুন সহ অন্যান্য বিশিষ্টজনেরা।